অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার এ আক্রান্ত শিশুদের সাহায্যের জন্যে আবেদন:
ফাউন্ডেশন ফর দ্যা অ্যাডভান্সমেন্ট অভ ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ, বাংলাদেশ (ফেইথ বাংলাদেশ) একটি বাংলাদেশ ভিত্তিক নিবন্ধিত সংস্থা । ফেইথ বাংলাদেশ অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার সহ অন্যান্য প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুরা দৈনন্দিন জীবনে যেসকল সমস্যার সম্মুখীন হয় সেগুলোর জন্যে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করে। ফেইথ বাংলাদেশে প্রদত্ত বিশেষায়িত সেবাগুলোর মাঝে রয়েছে ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি। সকলের মতই, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত শিশুদের জীবনও এই কোভিড-১৯ সংক্রমণের কারনে বিভিন্ন ভাবে প্রভাবিত হচ্ছে, বিশেষত প্রয়োজনীয় সম্পদের অভাবে বিশেষায়িত পরিসেবাগুলো না পাওয়ার কারনে।
ফেইথ বাংলাদেশ অটিজম আক্রান্ত শিশুদের অনলাইন থেরাপিউটিক সেবা অব্যাহত রেখে এই কোভিড-১৯ সংক্রমণের প্রতিক্রিয়াতে অগ্রগামী ভুমিকা পালন করছে। তবে, মহামারী পরিস্থিতি অব্যাহত থাকায়, দুর্ভাগ্যক্রমে তহবিলের অভাবে অটিজম আক্রান্ত শিশুদের পরিষেবাগুলো বাধাগ্রস্ত হচ্ছে। তাই, আমরা এই সংকটময় সময়ে থেরাপিউটিক পরিষেবাগুলি অব্যাহত রাখতে জরুরি মানবিক সাহায্য এবং সহায়তা চাইছি।
বর্তমানে , আমাদের প্রায় ১০০০ এর অধিক নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে , যাদের মাসে কমপক্ষে ৪ থেকে ৮ টি থেরাপি সেশন প্রয়োজন । আপনার ১০ মার্কিন ডলার বা ৬০০ বাংলাদেশী টাকা এই শিশুদের থেরাপিউটিক সেবা অব্যহত রাখার জন্যে বিশেষ অবদান রাখবে।
দয়া করে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং ডোনেট করুন।
আপনার অনুদান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুল্ক ও কর বিভাগের আওতামুক্ত।