
Published On:2016-01-01 12:00:00
Day Observation
o Human Chain: We expressed our solidarities by joining with a Human Chain for equal opportunity for the people with disabilities
o UHC Day Observation
o Disability Day
o Autism Day
News & Events

Course Duration :
প্রতিবন্ধীদের উন্নয়নে চাই পৃথক অধিদফতরমানববন্ধনে বক্তাদের দাবি
Location :
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে একটি অধিদফতর চালুর দাবি জানিয়েছে প্রতিবন্ধী সংশ্লিষ্ট একটি সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, নারীর প্রতিনিধিত্ব যেমন পুরুষ করতে পারে না; তেমনি প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব অপ্রতিবন্ধী কোন ব্যক্তি করতে পারে না। প্রতিনিধিত্বের ক্ষেত্রে সবখানে অপ্রতিবন্ধী ব্যক্তির অবস্থানের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।